-->

ঋণ সংক্রান্ত সাধারণ জাবেদা। সুদসহ ব্যাংক ঋণ পরিশোধ জাবেদা, sud soho bangk rrin porishod er jabeda, ব্যাংক থেকে ঋণ গ্রহণ এর জাবেদা

ঋণ সংক্রান্ত সাধারণ জাবেদা। সুদসহ ব্যাংক ঋণ পরিশোধ জাবেদা, sud soho bangk rrin porishod er jabeda, ব্যাংক থেকে ঋণ গ্রহণ এর জাবেদা,
হ্যালো বন্ধুরা আমরা আজকে হিসাব  বিজ্ঞানের দুতরফা দাখিলা, অর্থাৎ সাধারণ  জাবেদা শিখব।কিভাবে খুব সহজে জাবেদা নির্ণয় করা যায় ঃ 
ঋণ  সংক্রান্ত সাধারণ জাবেদা। সুদসহ ব্যাংক ঋণ পরিশোধ জাবেদা, sud soho bangk rrin porishod er jabeda, ব্যাংক থেকে ঋণ গ্রহণ এর জাবেদা,


জ আমরা শিখব ঋণ সাধারণ জাবেদা । আমাদের সাধারণ জাবেরদার অনেক গুলো পর্ব রয়েছে সেগুল দেখে না থাকলে এখানে ক্লিক করুণ ।

১। সুদসহ ব্যাংক ঋণ পরিশোধ ১০,০০০ টাকা এর জাবেদা 
  এখানে বলা রয়েছে সুদসহ ব্যাংক ঋণ পরিশোধ, এর মানে আমরা ব্যাংক হতে ঋণ নিয়েছিলাম এখুন সেই ঋণের টাকা সুদ সহ পরিশোধ করছি। ব্যাংক হতে ঋণ নিলে ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধি পায় , তো ঋণের টাকা পরিশোধ করলে ব্যাংক ঋণ নামক দায় হ্রাস পায় আর কারবার প্রতিষ্ঠান হতে নগদ সম্পদ হ্রাস পায়।  

 আমরা জানি দায় হ্রাস পেলে ডেবিট হয়। আর সম্পদ হ্রাস পেলে ক্রেদিট হয়। 

তাই  ১। সুদসহ ব্যাংক ঋণ পরিশোধ ১০,০০০ টাকা এই লেনদেনের জাবেদা হবে 


ব্যাংক ঋণ হিসাব  ডেবিট  ১০,০০০
     নগদান হিসাব ক্রেডিট  ১০,০০০

_______________________________



 02। ঋণ পরিশোধ করা হলো 2000 টাকা এর জাবেদা।


এখানে বলা রয়েছে ঋণ পরিশোধ করা হলো, এর মানে আমরা কারুর নিকট হতে ঋণ নিয়েছিলাম এখুন সেই ঋণের টাকা পরিশোধ করছি। ঋণ গ্রহণ করলে ঋণ নামক দায় বৃদ্ধি পায় , তো ঋণের টাকা পরিশোধ করলে ঋণ নামক দায় হ্রাস পায় আর কারবার প্রতিষ্ঠান হতে নগদ সম্পদ হ্রাস পায়।  

 আমরা জানি দায় হ্রাস পেলে ডেবিট হয়। আর সম্পদ হ্রাস পেলে ক্রেদিট হয়। 

তাই 02। ঋণ পরিশোধ করা হলো 2000 টাকা এই লেনদেনের জাবেদা হবে 


ঋণ হিসাব ডেবিট 2000
     নগদান হিসাব ক্রেডিট 2000

_______________________________


 03 । মালিক কর্তৃক ব্যাংক ঋণ পরিশোধ 5000 টাকা।

 যখন মালিক কর্তৃক ব্যাংক ঋণ পরিশোধ করা হয় তখন ব্যাংক ঋণ নামক দায় হ্রাস পায় এবং সেই সাথে মালিক তার নিজ পকেট থেকে অর্থ প্রদান করায় ব্যবসায় প্রতিষ্ঠানে অতিরিক্ত মূলধন যোগ হয়।


 তাই 03 । মালিক কর্তৃক ব্যাংক ঋণ পরিশোধ 5000 টাকা। এই লেনদেনের জাবেদা হবে

ব্যাংক ঋণ হিসাব ডেবিট 5000 
অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট 5000
_______________________________

___________________________



আরও পড়ুন>


সম্পদ সংক্রান্ত সাধারণ জাবেদা

ব্যয় সংক্রান্ত সাধারণ জাবেদা

দায় সংক্রান্ত সাধারণ জাবেদা

আয় সংক্রান্ত সাধারণ জাবেদা

মালিকানা স্বত্ব সংক্রান্ত সাধারণ জাবেদা

মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা। 

মালিক কর্তৃক পণ্য উত্তোলন জাবেদা । 

 আগুনে বিনষ্ট পণ্য সাধারন জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয়। 

বিজ্ঞাপনের উদ্দেশ্যে পন্য উত্তোলন জাবেদা


____________________



  04। ব্যাংক থেকে ঋণ গ্রহণ 20,000 টাকা।
ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধি পায় অন্য দিকে ঋণের টাকা নগদে পাওয়া যায় তাই নগদ সম্পদ বৃদ্ধি পায়।

তাই  04। ব্যাংক থেকে ঋণ গ্রহণ 20,000 টাকা

এই লেনদেনের জাবেদা হবে

নগদান হিসাব ডেবিট 20,000 টাকা
ব্যাংক ঋণ ক্রেডিট 20,000 টাকা

আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এই লেনদেনে ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধি পায় অন্য দিকে নগদান নামক সম্পদ বৃদ্ধি পায়।

Accounting Mama

by Sohaib Ansary যারা হিসাব বিজ্ঞানে অত্যাধিক দুর্বল এবং খুব সহজেই হিসাব বিজ্ঞান বুঝতে শিখতে চান তারা আমাদের এই একাউন্টিং মামা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।আমাদের ফেইসবুক পেইজ ফলো করুণ, ও ফেইসবুক গ্রুপে জয়েন হন।